সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

Radio Today News

সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৭ ডিসেম্বর ২০২৫

Google News
সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

সুদানের কর্ডোফান অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় তিন বছর ধরে চলা দেশটির গৃহযুদ্ধ এখন নতুন এক ধ্বংসাত্মক মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে দক্ষিণ কর্ডোফানের কালোগি এলাকায় একটি কিন্ডারগার্টেন ও একটি হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে ৪৩টি শিশুসহ ৮৯ জন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাবনুসায় একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি দখলের পর ওই অঞ্চলে হামলার ঘটনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এই ভয়াবহ হামলার কয়েকদিন আগে, গত ১৩ ডিসেম্বর দক্ষিণ কর্ডোফানের রাজধানী কাদুগলিতে জাতিসংঘ মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ওই হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের অধীনে ‘যুদ্ধাপরাধের শামিল’।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, ডিলিং মিলিটারি হাসপাতালেও একটি পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে, যাতে নয়জন নিহত হয়েছেন। সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস (এসএএফ) এই বর্বরোচিত হামলার জন্য সরাসরি আরএসএফ-কে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত আরএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের