ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত ২৬

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

Radio Today News

ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ১৭ ডিসেম্বর ২০২৫

Google News
ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত ২৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে জাপোরিঝিয়ার কেন্দ্রীয় শহরের একটি আবাসিক ভবনের বাসিন্দারাও রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

জাপোরিঝিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপি’র সাংবাদিকরা ঘটনাস্থলে দেখেছেন, বহুতল-বিশিষ্ট আবাসিক ভবনে অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এসময় কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছিল।

হামলাটি এমন এক সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, যা সমালোচকদের মতে ক্রেমলিনের পক্ষে সুবিধাজনক।

জাপোরিঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ ঘোষণা করেছেন, রাশিয়া গাইডেড বোমা নিক্ষেপ করে আবাসিক ভবন ধ্বংস করেছে এবং একটি অবকাঠামোগত সুবিধা ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরো বলেন, মোট ২৬ জন আহত হয়েছে। তার মধ্যে অন্তত একজন শিশু রয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের