আগামী বছরে অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে। ওই দিন বেলা ১১টায় এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সেই হিসেবে আসছে বছরের বইমেলা চলবে চব্বিশ দিন।
বুধবার (১৭ মার্চ) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমি জানায়, ওই সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
সভায় সভার সিদ্ধান্তে বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে গত দুই নভেম্বর বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠক হয়।
ওই বৈঠকের পরে জানানো হয়, আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর অমর একুশে বইমেলা শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে নির্বাচনের পরেই ছাব্বিশের বইমেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এলো।
রেডিওটুডে নিউজ/আনাম

