হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ

বুধবার,

১৭ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

বুধবার,

১৭ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

Radio Today News

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৫

Google News
হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের