বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিদেশে যেতে দালাল ও প্রতারণা সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর মধ্য থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রবাসী খাতে কিছু করেছি বলে মনে করা যায় না। যে কাজ হয়েছে তা উপরে উপরে। ভেতরে ঢোকা যাচ্ছে না।’
প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে শ্রমিক পাঠানোর পুরো জগতটাই হলো দালালবেষ্টিত জগত। কে কার কাছ থেকে টাকা নিচ্ছে তা বোঝা যায়না। সরকার অনেক দূরে এর থেকে। এর ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই। আশা করি একসময় সেই ক্ষমতা হবে।’
তিনি বলেন, ‘পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।’
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
রেডিওটুডে নিউজ/আনাম

