ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাওদি হৃদয়।
শনিবার বিকেলে দেওয়া ওই পোস্টে ওসমান হাদির উদ্দেশে হৃদয় বলেন, যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সঙ্গে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।
তিনি আরো বলেন, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না।
আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
রেডিওটুডে নিউজ/আনাম

