জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার (২১ ডিসেম্বর)। ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবার মোট ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা চলবে ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এতে আসনপ্রতি প্রতিযোগিতা হবে প্রায় ১১৯ জন পরীক্ষার্থীর।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের মতো এবারও জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষা বিধিমালার অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা
১. ওএমআর ফরমের বৃত্ত অবশ্যই সাধারণ কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে। ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
২. ভর্তি পরীক্ষার রোল নম্বর, শিফট ও প্রশ্নপত্রের সেট কোড ইংরেজিতে লিখে নির্ধারিত ঘর সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
৩. ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসনসংক্রান্ত তথ্য জানা যাবে।
৪. নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
৫. ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
৬. পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৭. পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
৮. পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
৯. ঢাকা থেকে জাবি ক্যাম্পাস প্রায় ৩০ কিলোমিটার দূরে হওয়ায় দূরবর্তী স্থান থেকে আগত পরীক্ষার্থীদের যানজট এড়াতে পর্যাপ্ত সময় হাতে রেখে কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

