ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ন্যায় প্রতিষ্ঠায় আমাদের এ সংগ্রাম জারি থাকবে সব সময়।
শনিবার বিকাল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে ওসমান হাদিকে দাফন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব বলেন।
ঢাবি ভিসি বলেন, শরিফ ওসমান হাদি একটি আদর্শের নাম। এটি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত টিকে থাকবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওয়াতায় আনার জোর দাবি জানাই। আমরা চাই চূড়ান্ত সমাধান ও রায় হোক। এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়।
রেডিওটুডে নিউজ/আনাম

