বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন, বিস্তৃত ও তীব্র হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে চীন চরম আবহাওয়া মোকাবিলায় নিজেদের সক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
গবেষণায় দেখা গেছে, ২০১১ সালের পর থেকে চীনে বছরে ৪০০ থেকে ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়া এলাকার পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে চীনা আবহাওয়া প্রশাসনের তথ্যে বলা হয়েছে, অতিভারী বৃষ্টিপাতের কারণে এখন দীর্ঘস্থায়ী, বেশি ধ্বংসাত্মক এবং একের পর এক বিপর্যয় ডেকে আনা দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
বর্তমানে চীনের আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থায় রয়েছে ৯টি ফেংইউন আবহাওয়া স্যাটেলাইট, ৮৪২টি আবহাওয়া রাডার এবং ৯০ হাজারের বেশি স্থলভিত্তিক পর্যবেক্ষণ কেন্দ্র। এর ফলে তীব্র আবহাওয়া শনাক্তের হার ৮৩ শতাংশে পৌঁছেছে। তবে জটিল ভূপ্রকৃতি ও অস্বাভাবিক বায়ুমণ্ডলীয় প্রবাহে সৃষ্ট চরম আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস ও আগাম সতর্কতা এখনো বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে প্রশাসন।
এ অবস্থায় পাহাড়ি ঢল ও ভূমিধসপ্রবণ এলাকা, বড় শহরের বন্যা নিয়ন্ত্রণ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
একই সঙ্গে শহরাঞ্চলে পানি শোষণ, ধারণ ও পরিশোধনের সক্ষমতা বাড়ানো, পরিকল্পিত অবকাঠামো, আলাদা ড্রেনেজ ব্যবস্থা এবং ভবনের বন্যা সহনশীলতার মান উন্নয়নেও জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

