খুনিরা পার পেয়ে গেলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫,

৭ পৌষ ১৪৩২

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫,

৭ পৌষ ১৪৩২

Radio Today News

খুনিরা পার পেয়ে গেলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫

Google News
খুনিরা পার পেয়ে গেলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির

'ওসমান হাদির খুনিরা যদি পার পেয়ে যায়, তাহলে দেশে কারও জীবনই নিরাপদ থাকবে না' বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্রুত সব ধরনের সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে উঠে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

রবিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না। বরং সেই আদর্শ আরও বিস্তৃত হয়। মানুষ বিপ্লবকে আরও বেশি আঁকড়ে ধরে। 

তিনি বলেন, হাদির জানাজায় দেশ-বিদেশের মানুষ মানসিকভাবে সম্পৃক্ত ছিল, যা প্রমাণ করে হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শের নাম।

হাদির হত্যাকারীদের ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে ছিল। তারা অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিল। এ কারণেই হাদির শত্রুরা প্রকৃত অর্থে বাংলাদেশেরই শত্রু।”

তিনি বলেন, এই দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আর দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না- এটাই ছিল হাদিদের অঙ্গীকার। তারা জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু ‘চব্বিশ’ ছাড়তে রাজি হয়নি। এটাই কি তাদের অপরাধ ছিল- আবেগঘন ককন্ঠে এ প্রশ্নও তোলেন তিনি।

হাদির জীবন দর্শনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, হাদি আজীবন ইনসাফের কথা বলেছেন। এমনকি শত্রুর প্রতিও বেইনসাফি করতে চাননি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেও তিনি কখনো জুলুম করেননি।

খুনিদের গ্রেপ্তারে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, হাদির হত্যাকাণ্ডের পর সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়। জানাজার সময় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জনগণের প্রত্যাশা বুঝতে পেরেছেন বলে আশা করি। 

এখন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাদির এমন জনপ্রিয়তা হয়তো কেউ কেউ সহ্য করতে পারেনি। পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়- বিপ্লবীদের হত্যা করা গেলেও তাদের চেতনাকে হত্যা করা যায় না, তা আরও বহুগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে।

এ সময় জামায়াত আমির আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্ধারিত সময়ে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের