এক দিনের ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের তীব্রতা বেড়ে স্থবির হয়ে পড়েছে এ জনপদের জীবনযাত্রা। আজ রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
গতকাল রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে ধীরগতিতে চলছে যানবাহন। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠাণ্ডার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।
কেউ কেউ রাস্তা ও দোকানের পাশে খরকুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া তীব্র শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের আক্রান্তের সংখ্যা বেশি।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমেল বাতাস আর ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

