আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মো. সানাউল্লাহ বলেন, ‘অভিযান চলমান আছে। আমরা বলেছি এটা নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। প্রতিদিনই প্রায় দুই হাজার জন করে গ্রেপ্তার হচ্ছে।
তিনি আরও জানান, ‘একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারবে না। অতিদ্রুত যৌথ অভিযান চালু হবে, ম্যাসেজ ক্লিয়ার। শহীদ ওসমাল হাদির শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে।’
তফসিল ঘোষণার পরপরই আইন শৃঙ্খলার অবনতি, সংবাদ মাধ্যমে হামলা শঙ্কায় ফেলেছে দেশের জনগণকে। আগামীর নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণ ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে যার জবাবে ইসি সাহাউল্লাহ জানান, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারবে না।
দেশে অতিদ্রুত যৌথ অভিযান চালু হবে। ম্যাসেজ ক্লিয়ার কাওকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।
তিনি আরও জানান, ‘যারা দস্যুতা করতে চায় যারা আমার ভাইকে হত্যা করতে চায় যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায় তাদের প্রতি মানবিক হওয়া যাবে না, এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আর যারা আবেক ব্যবহার করে অপকর্ম করেছে তার প্রতিদান তারা পাবেন।’
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতিকরে এমন বিষয়কে বাধা দেয়ার নির্দেশ দিয়েছেন কমিশন। এখন থেকে মাঠ পর্যায় যৌথ বাহিনীর অভিযান চালু হবে, অবৈধ অস্ত্র উদ্ধার-আটক শুরু হবে। বিভিন্ন রাজনৈতীক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানান নির্বাচন কমিশনার।
এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে দুপুর ২টা ৫০ মিনিটে এই বৈঠক শুরু হয়।
সিইসির সভাপতিত্বে বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অংশ নেন।
বৈঠকে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এরও আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম সাক্ষাৎ।
রেডিওটুডে নিউজ/আনাম

