ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন সকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় অন্যান্য বিভাগে পরীক্ষার কেন্দ্র দেওয়া ভর্তিচ্ছুদের সুবিধাজনক কেন্দ্র পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিটের ঢাকার বাইরের যেসব পরীক্ষার্থীর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে এবং তাদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সেসব শিক্ষার্থী ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে ঢাকায় কেন্দ্র পরিবর্তনের জন্য ভর্তির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন আবেদনের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে।
এর আগে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তা স্থগিতের কথা শুক্রবার জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ১৩ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ২৯ নভেম্বর ‘চারুকলা ইউনিট’ ও ২৮ নভেম্বর আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
রেডিওটুডে নিউজ/আনাম

