জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫,

৭ পৌষ ১৪৩২

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫,

৭ পৌষ ১৪৩২

Radio Today News

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২১ ডিসেম্বর ২০২৫

Google News
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গোলাগুলির ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশ প্রথমে ১০ জন নিহতের তথ্য দিলেও পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকায় হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলাকারীরা দুটি গাড়িতে করে এসে প্রথমে একটি অনানুষ্ঠানিক পানশালার ক্রেতাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং পালানোর সময় পথচারীদের দিকেও গুলি ছোড়ে।

গাউতেং প্রদেশের পুলিশের কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা জানান, নিহতদের মধ্যে অনলাইনভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানের একজন চালকও রয়েছেন, যিনি ঘটনার সময় পানশালার বাইরে অবস্থান করছিলেন। হামলাকারীদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।

দেশটির কয়েকটি বড় স্বর্ণখনির কাছে অবস্থিত দরিদ্র এলাকা বেকার্সডালের একটি পানশালার পাশে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে সংগঠিত অপরাধী চক্র ও দুর্নীতিজনিত সংকট প্রকট আকার ধারণ করেছে। গ্যাং সহিংসতা এবং অনানুষ্ঠানিক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে সেখানে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা দেশটিকে বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশের তালিকায় ঠেলে দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের