লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

৯ পৌষ ১৪৩২

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

৯ পৌষ ১৪৩২

Radio Today News

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ২৩ ডিসেম্বর ২০২৫

Google News
লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

লন্ডন থেকে হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়া যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার উৎকণ্ঠা শেষে বিমানটি নিরাপদে হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে বোমা হামলার হুমকি আসে। অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো ওই বার্তায় পুরো বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। মঙ্গলবার সকালে বিমানটি হায়দ্রাবাদে অবতরণের পর তা দ্রুত নির্ধারিত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে যাত্রী, লাগেজ ও কার্গো তল্লাশি করা হলেও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে ভুয়া হুমকি বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

উদ্বেগজনকভাবে, একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরেকটি ফ্লাইটেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া যায়। সেই বিমানটিও নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে কোনো ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি।

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক এমন বেনামি হুমকি যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক তৎপর রয়েছে।

ভুয়া ই-মেইলের উৎস শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের