প্রযুক্তি আর উদ্ভাবনের হাত ধরে জৈব-উৎপাদন শিল্পে অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে চীন। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের এই সময়ে চীন এই খাতে বিশ্বজুড়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের এই জৈব-উৎপাদন শিল্পের বাজার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ানে। সারা বিশ্বে যত জৈব-ফার্মেন্টেশন পণ্য উৎপাদিত হয়, তার ৭০ শতাংশেরও বেশি এখন একা চীন তৈরি করছে। এছাড়া মানুষের খাবার, পুষ্টি উপাদান এবং ওষুধের কাঁচামাল উৎপাদনেও দেশটি এখন কয়েক'শ বিলিয়ন ডলারের ব্যবসা করছে।
চীন কেবল উৎপাদনই বাড়ায়নি, নজর দিয়েছে নতুন নতুন উদ্ভাবনেও। বর্তমানে এই খাতে বিশ্বে যতো নতুন আবিষ্কার বা প্যাটেন্ট নিবন্ধন করা হয়, তার প্রতি ৫টির মধ্যে ১টিই এখন চীনের। নিজেদের দেশেই তৈরি হচ্ছে জিন সিকোয়েন্সার ও বড় বড় উৎপাদন যন্ত্রের মতো অত্যাধুনিক সব সরঞ্জাম। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য উন্নত গবেষণাগার ও উদ্ভাবন কেন্দ্র।
রেডিওটুডে নিউজ/আনাম

