বরফ-তুষারের সম্পদে জ্বলে উঠছে চীনের শীতকালীন অর্থনীতি

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫,

৯ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫,

৯ পৌষ ১৪৩২

Radio Today News

বরফ-তুষারের সম্পদে জ্বলে উঠছে চীনের শীতকালীন অর্থনীতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৮, ২৩ ডিসেম্বর ২০২৫

Google News
বরফ-তুষারের সম্পদে জ্বলে উঠছে চীনের শীতকালীন অর্থনীতি

উত্তর চীনে তাপমাত্রা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শীতকালীন খেলাধুলা ও উৎসবমুখর কার্যক্রম ঘিরে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এর ফলে ভ্রমণ, বিনোদন ও কেনাকাটায় বেড়েছে ব্যয়, যা শীতের ঠাণ্ডাকে পরিণত করছে শক্তিশালী অর্থনৈতিক গতিতে।

ইনার মঙ্গোলিয়ার হুলুনবির শহরে ইয়িমিন নদীর জমাট বরফের ওপর আয়োজিত আইস অ্যান্ড স্নো নাদাম উত্সবে প্রায় ১০হাজার পর্যটক সমবেত হন। উটের কাফেলা, ঘোড়দৌড়, মঙ্গোলিয়ান কণ্ঠসংগীত ও কুস্তি পরিবেশনা আকর্ষণ করে বিপুল দর্শক। সমগ্র ইনার মঙ্গোলিয়া অঞ্চলে দর্শনীয় স্থানে তুষারভিত্তিক কার্যক্রম, বিনোদন, সাংস্কৃতিক প্রদর্শনী ও বাণিজ্যিক আয়োজনের মাধ্যমে পর্যটকদের শীতকালীন অভিজ্ঞতা সমৃদ্ধ করা হচ্ছে।

এদিকে প্রতিবেশী লিয়াওনিং প্রদেশে চলছে প্রদেশব্যাপী শীতকালীন ইভেন্ট। স্থানীয় প্রশাসন বরফভিত্তিক গণক্রীড়া, স্নো ফুটবল ও নতুন নতুন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে শীতকালীন অর্থনীতিকে আরও সক্রিয় করছে।
 
চীনের বিভিন্ন প্রদেশে স্কি রিসোর্টগুলোতে এবার নাইট-স্কি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। হ্যনান প্রদেশের লুওইয়াং-এর ফুনিউশান স্কি রিসোর্ট ও হুবেইয়ের শেননংচিয়াতে আলোকসজ্জায় সাজানো স্কি ট্র্যাকে রাতের বেলায় স্কি করার অভিজ্ঞতা পর্যটকদের আকর্ষণ করছে। 

শুধু বিনোদন নয়, নতুন ধরনের শীতকালীন সাংস্কৃতিক পর্যটন মডেলও জনপ্রিয় হচ্ছে। 

অন্যদিকে সিনচিয়াংয়ের সাইরাম লেক এলাকায় হ্রদ সংলগ্ন শীতকালীন উৎসব, সাংস্কৃতিক প্রদর্শনী, লোকজ পরিবেশনা ও বরফবাজার পর্যটকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করছে।

বরফ-তুষারের সম্পদকে কাজে লাগিয়ে চীন যেভাবে শীতকালীন পর্যটন ও সংস্কৃতিকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিচ্ছে, তা দেশের মৌসুমভিত্তিক ভোগব্যয় ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের