ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্ত্রী হিসেবে এক নারীর বক্তব্যের ভিডিও ফেসবুকে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওতে থাকা ওই নারী ওসমান হাদির স্ত্রী নন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, রাজধানীতে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা যান। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সেখানে তার স্ত্রী বক্তব্য দিচ্ছেন।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে থাকা নারী ‘সম্মিলিত নারী প্রয়াস’ নামে একটি প্ল্যাটফর্মের কোষাধ্যক্ষ। তার নাম রাইহানা সুলতানা নাসিম। তিনি কেয়ারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিত যাচাই করে সত্য তথ্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে ভূমিকা রাখছে।
রেডিওটুডে নিউজ/আনাম

