আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি চীনের প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেশন চলচ্চিত্র ‘দ্য রিইউনিয়ন জার্নি’র বিশেষ প্রদর্শনী সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলন এবং সাংস্কৃতিক বন্ধনের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সিনেমার মূল চরিত্রে রয়েছে দুই পান্ডা ভাইবোন 'থুয়ান চাই' এবং 'ইউয়ান নিউ'। তাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ফিরে পাওয়ার আকুলতা এবং শেষমেশ পুনর্মিলনের এক আবেগঘন কাহিনী ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। একটি বৈশ্বিক প্রেক্ষাপটে চীনা সংস্কৃতির পারিবারিক মূল্যবোধ এবং পুনর্মিলনের ধারণাটি এখানে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে আসা দর্শকরা পান্ডার লোমের সূক্ষ্ম গঠন এবং মুখভঙ্গির বাস্তবসম্মত প্রকাশ দেখে রীতিমতো মুগ্ধ হন। একজন দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘সিনেমা হলে ঢোকার আগে ভাবতেই পারিনি যে এআই প্রযুক্তি দিয়ে সিনেমায় এতোটা ডিটেইল কাজ করা সম্ভব। এর অ্যাকশন এবং দৃশ্যপট আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বাস্তবসম্মত ছিল। এটি সত্যিই আমার চোখ খুলে দিয়েছে।’
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বেইজিং নিউ ফিল্ম ইউনিয়ন ফিল্মস।
রেডিওটুডে নিউজ/আনাম

