শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির জন্য ৬ সদস্যের কমিটি গঠন করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অথবা অর্থ ও ক্রয় উইংয়ের পরিচালককে কমিটির আহবায়ক করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত কমিটি গঠন সংক্রান্ত চিঠি মাউশিতে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার্থে সফটওয়্যার প্রস্তুতের নিমিত্তে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সাথে পিপিআর ২০২৫ এর বিধি ১২৫ (ঘ) (২) (ঈ) অনুসারে Single Source Selection (SSS) অনুসরণপূর্বক ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি নিম্নরূপভাবে গঠন করা হলো।’
কমিটিতে বহিঃ সদস্য হিসেবে রয়েছেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব (উন্নয়ন-২ শাখা) এবং অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম ম্যানেজার। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও ক্রয় শাখার সহকারী পরিচালক (বাজেট), সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) এবং শিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সিস্টেম এনালিস্টকে। আর সদস্য সচিব হিসেবে রয়েছেন মাউশির মাধ্যমিক শাখার উপ-পরিচালককে।
রেডিওটুডে নিউজ/আনাম

