আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী হিসেবে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেসসচিব মো. ছফওয়ানুল করিম।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার শাহীন দেলোয়ার।
প্রসঙ্গত, ২০২৬ সালের সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থী হতে এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা শুরু করেছেন বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

