ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করাসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বেঁধে দেওয়া এই সময়ে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে মঞ্চ চব্বিশ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবিগুলো জানান সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। একই সঙ্গে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাহবাগে ছাত্র-জনতাকে শহীদী শপথ নেওয়ার আহবান জানান তিনি।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এক মাসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে। এরপর নির্বাচনের মাধ্যমে বিদায় নিতে হবে সরকারকে। সেই সঙ্গে মঙ্গলবার শাহবাগে শহীদী শপথ পাঠ করা হবে।
৩ দফা দাবিগুলো হলো-
দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।
সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।
স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সব দায় নিয়ে পদত্যাগ করা।
ওসমান হাদি হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চ সাংবাদিক সম্মেলন করেছে জানিয়ে জাবের বলেন, সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই তিন দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি। এই ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে এসে স্পষ্টভাবে জানাতে হবে এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। যদি তারা আগের মতো দায়িত্ব এড়িয়ে গিয়ে নিজেরা উপস্থিত না থেকে কেবল অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
তিনি বলেন, একটি পক্ষ নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। কিন্তু আমরা তা চাই না। আমরা ৩০ দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাই। নির্বাচন হতে ৩০ দিনের বেশি সময় রয়েছে।
এর আগে দুপুরে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন করেছে মঞ্চ-২৪ নামে সংগঠন।
রেডিওটুডে নিউজ/আনাম

