প্রযুক্তিগত উদ্ভাবনে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে সম্প্রতি চালু হয়েছে চীনের প্রথম 'ইন্টেলিজেন্ট আনম্যানড' বায়ুবিদ্যুৎ কেন্দ্র।
এই বিদ্যুৎ কেন্দ্রের বিশেষত্ব হলো—এখানে মানব স্পর্শ ছাড়া রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব কাজ সামলাচ্ছে অত্যাধুনিক সব রোবট।
৭০ মেগাওয়াট ক্ষমতার এই বিশেষ উইন্ড পাওয়ার প্রজেক্টে কর্মরত আছে ৩০০টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এর মধ্যে রয়েছে আকাশপথে নজরদারির জন্য ড্রোন, স্থলপথে চলাচলের জন্য বিশেষ 'রোবটিক ডগ' এবং ট্র্যাক পরিদর্শনের জন্য স্বয়ংক্রিয় রোবট।
মানুষের সরাসরি উপস্থিতি ছাড়াই এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্রগুলো দিনরাত বিদ্যুৎ কেন্দ্রটির তদারকি করছে।
এই প্রকল্প থেকে বছরে প্রায় ১৩ কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব বা গ্রিন ইলেকট্রিসিটি উৎপাদিত হবে। এই বিশাল পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রতি বছর প্রায় ১ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্গম এলাকায় যেখানে মানুষের পক্ষে সার্বক্ষণিক কাজ করা কঠিন, সেখানে এমন মাববিহীন কেন্দ্র স্থাপনের মাধ্যমে চীন তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপ্লব নিয়ে এসেছে। এটি একদিকে যেমন খরচ কমাবে, অন্যদিকে বড় ধরণের যান্ত্রিক ত্রুটি এড়াতে আরও দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

