আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

১০ পৌষ ১৪৩২

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

১০ পৌষ ১৪৩২

Radio Today News

আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৫

Google News
আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে একমত হতে পেরেছি।

এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেদোয়ান আহমেদ। তাকে কুমিল্লা-৭ আসনের জন্য মনোনীত করেছে বিএনপি।

এছাড়া পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া নড়াইল-২ এ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকীকে সমর্থন দেবে বিএনপি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের