রামপুরায় মানবতাবিরোধী অপরাধে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

১০ পৌষ ১৪৩২

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

১০ পৌষ ১৪৩২

Radio Today News

রামপুরায় মানবতাবিরোধী অপরাধে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৪, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৬, ২৪ ডিসেম্বর ২০২৫

Google News
রামপুরায় মানবতাবিরোধী অপরাধে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা এবং দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ জানুয়ারি মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশন পক্ষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে, এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

এ মামলায় বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, পলাতক দুই আসামি হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান।

জুলাই-আগস্টে দেশজুড়ে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাযজ্ঞ চলেছিল। তখন রামপুরার ঘটনায় ২৮ জন নিহত এবং বহু আহত হন। সেখানে বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এই মামলার অন্য আসামিদের বিরুদ্ধে হত্যাসহ মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের