বিশ্বের বৃহত্তম হাইস্পিড রেল নেটওয়ার্কের অধিকারী চীন নতুন একটি হাইস্পিড লাইন চালুর মাধ্যমে মোট কার্যকরী রেলপথের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটারের মাইলফলক ছুঁয়েছে। শুক্রবার সকালে উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের বিপ্লবী কেন্দ্র ইয়ান’আন থেকে প্রাদেশিক রাজধানী সিয়ানের উদ্দেশে ‘ফুসিং’ বুলেট ট্রেনের যাত্রার মধ্য দিয়ে নতুন এই রুট উদ্বোধন করা হয়।
সিয়ান–ইয়ান’আন হাইস্পিড রেলপথ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগে চলার উপযোগীভাবে নির্মিত হয়েছে এবং এই রুট চালুর ফলে দুই শহরের যাত্রাসময় কমে প্রায় এক ঘণ্টায় নেমে আসবে।
চীনের হাইস্পিড রেলযাত্রা শুরু হয় ২০০৮ সালে বেইজিং–থিয়ানচিন আন্তঃনগর রেলপথ চালুর মাধ্যমে। এরপর থেকে নেটওয়ার্কে ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং বর্তমানে এর মোট কার্যকরী রেলপথের দৈর্ঘ্য বিশ্বের অন্যান্য সব দেশের সম্মিলিত দৈর্ঘ্যেরও বেশি। পাশাপাশি দেশটি বিশ্বের দ্রুততম বাণিজ্যিক হাইস্পিড রেলসেবা পরিচালনা করছে।
চায়না স্টেট রেলওয়ে গ্রুপের তথ্য অনুযায়ী, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) সময়ে চীন ১২ হাজার কিলোমিটার নতুন হাইস্পিড রেলপথ নির্মাণ ও চালু করেছে। বর্তমানে ৫ লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট ৯৭ শতাংশ চীনা শহরে হাইস্পিড রেলসেবা পৌঁছে গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

