জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে তিনি এনআইডির কার্যক্রম সম্পন্ন করেছেন।
দুপুর ১টায় নির্বাচন কমিশনে গিয়ে তারেক রহমান প্রথমে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর ইসি সচিবালয়ে ১০৪ নম্বর রুমে তার ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করেন তিনি। সেখানে প্রথমে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তোলেন তিনি। পরে ১০ আঙ্গুলের ছাপ দেন। এরপর চোখের আইরিশ দেন ও সবশেষে এনআইডির জন্য স্বাক্ষর দেন তারেক রহমান।
এদিকে ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ চব্বিশ ঘণ্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। তবে সঠিক সময় আগ থেকে বলার সুযোগ নাই।’
রেডিওটুডে নিউজ/আনাম

