দিন যত যাচ্ছে, রাজধানীতে বাড়ছে শীতের দাপট। সেই সঙ্গে ঝরছে কুয়াশাও। গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়া। দুপুর পর্যন্ত এমন তাপমাত্রা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি আরো জানায়, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

