৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

Radio Today News

৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৩, ২৫ ডিসেম্বর ২০২৫

Google News
৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। কানায় কানায় পূর্ণ রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনাস্থলসহ আশপাশের এলাকা।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফিটে নির্মিত সংবর্ধনাস্থলকে কেন্দ্র করে দেখা গেছে মানুষের ঢল। দলে দলে সমর্থকরা আসছেন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। 

ফ্লাইওভার ও সড়কপথে জনস্রোত সভামঞ্চের দিকে যাচ্ছে। এর আগে, বুধবার রাত থেকেই রাজধানীর কুড়িল-পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। 

জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে এবং একনজর দেখতে তারা ঢাকায় এসেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের