বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে লাল–সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে। সরেজমিন দেখা গেছে, বিশেষভাবে প্রস্তুত করা এই বাসটি লাল ও সবুজ রঙের। বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে করেই প্রথমে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। হাসপাতাল যাওয়ার পথে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তার বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, অর্থাৎ পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণ ও সজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে বৃহস্পতিবার ভোর থেকেই সংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের আসা অব্যাহত রয়েছে।
প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

