ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

১০ পৌষ ১৪৩২

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫,

১০ পৌষ ১৪৩২

Radio Today News

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩, ২৪ ডিসেম্বর ২০২৫

Google News
ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুই নৌরুটে ছোট-বড় মিলিয়ে দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এতে মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের