ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ চব্বিশ ঘণ্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁও নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের নিচতলায় ছবি ও আঙ্গুলের ছাপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। তবে সঠিক সময় আগ থেকে বলার সুযোগ নাই।’
এ সময় তিনি বলেন, ‘এই সময়টা কতটুকু, এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যায় না। এজন্য আমি বলছি যে এটা ঠিক এক্সাক্টলি বলতে পারব না। ধরেন এটা ৫ ঘণ্টা, ৭ ঘণ্টা, ১০ ঘণ্টা কারো কারো ক্ষেত্রে আরও বেশি লাগে, আবার কারো কারো ক্ষেত্রে একটু কম লাগে। তো ওইটা যত দ্রুত জেনারেট হয়ে যায়, এটার কিন্তু আমাদের কোনো হিউম্যান হাত নেই, এটা কিন্তু সফটওয়্যারে হয়। তো ওইটা হয়ে যাওয়ার পরে ওই নাম্বারটা সংশ্লিষ্ট করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়।’
হুমায়ুন কবির বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটাও প্রস্তুত করেছে ইসি।’
এরইমধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও জায়মা রহমান। ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন তারা।
রেডিওটুডে নিউজ/আনাম

