ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনাকে নিছক ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ কিংবা ‘রাজনৈতিক সহিংসতা’ হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল এ কথা বলেন। গত বুধবার রাতে রাজবাড়ীতে স্থানীয়দের পিটুনিতে অমৃত মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত কয়েক দিনে একাধিক বিবৃতি দিয়ে বাংলাদেশে প্রচারিত বয়ান প্রত্যাখ্যান করা হয়েছে।
অমৃত মণ্ডলের ঘটনা নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। যা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়, এটি সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট নয়। অমৃত একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত ছিলেন। ঘটনাটি নিয়ে সামজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সরকারের নজরে এসেছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থীদের লাগাতার সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। ময়মনসিংহে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা করি।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, ‘স্বাধীন সূত্র অনুযায়ী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলসহ সহিংসতার ২ হাজার ৯০০টির বেশি নথিভুক্ত ঘটনার তথ্য আছে।’ গত জুলাই মাসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছিল, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১১ মাসে দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪৪২টি সহিংসতার ঘটনা ঘটেছে।
১৭ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গে ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ভারত সমর্থন করে। বিষয়টি সে প্রেক্ষাপটেই দেখা উচিত।
রেডিওটুডে নিউজ/আনাম

