বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধের পথে যাত্রা শুরু করেছেন। এর আগে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের মাজারের পথে যাত্রা করেন। সেখানে তিনি এই মহান রাষ্ট্র নেতার মাজার জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা।
পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গতকাল (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রেডিওটুডে নিউজ/আনাম

