তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়েছিল হেলিকপ্টার। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি।
হেলিকপ্টারটি পাহাড়টির বারাফু ক্যাম্পে গত বুধবার বিধ্বস্ত হয়।নিহতদের মধ্যে রয়েছেন একজন গাইড, চিকিৎসক, হেলিকপ্টারের পাইলট এবং দু’জন বিদেশি পর্যটক। তবে তারা কোন দেশের সেটি জানাতে পারেননি কিলিমানজারো প্রদেশ পুলিশের প্রধান।
মাউন্ট কিলিমানজারো আফ্রিকার সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রস্তর থেকে ২০ হাজার ফুট উঁচু। এটি পাহাড়ের ১৬ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে বিধ্বস্ত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

