নাইজেরিয়ায় আইএস-এর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

Radio Today News

নাইজেরিয়ায় আইএস-এর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ২৬ ডিসেম্বর ২০২৫

Google News
নাইজেরিয়ায় আইএস-এর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাহিনী একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। 

তিনি সতর্ক করে বলেন, জঙ্গিরা যদি খ্রিস্টানদের হত্যা চালিয়ে যাওয়া অব্যহত রাখে, তবে তাদের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিস্তারিত কিছু না জানিয়ে সর্বাধিনায়ক বলেন, ‘মার্কিন যুদ্ধ বিভাগ বড়দিনে আইএস লক্ষ্যবস্তুতে অসংখ্য নিখুঁত হামলা চালিয়েছে।’

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমি আগেই এই সন্ত্রাসীদের সতর্ক করেছিলাম। তারা যদি খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে, তবে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজ রাতে তাই হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক।’ 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মৃত সন্ত্রাসীদেরও। যদি তারা খ্রিস্টানদের হত্যাযজ্ঞ চালিয়ে যেতে থাকে, তবে তাদের সংখ্যা আরও অনেক বাড়বে।’

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-কে দেওয়া এক পোস্টে জানায়, নাইজেরিয়ান কর্তৃপক্ষের অনুরোধে তারা একটি হামলা চালিয়েছে। ওই হামলায় ‘একাধিক আইএসআইএস সন্ত্রাসী নিহত হয়েছে।’

পেন্টাগনের প্রধান পিট হেগসেথ এক্স-এ দেওয়া এক বার্তায় নাইজেরিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য তার দপ্তরের প্রস্তুতির প্রশংসা করেন এবং নাইজেরিয়ান সরকারের ‘সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা’ প্রকাশ করেন।

ট্রাম্পের অধীনে নাইজেরিয়ায় এটি যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রথম হামলা। এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট অপ্রত্যাশিতভাবে পশ্চিম আফ্রিকার এই দেশের সমালোচনা করেন এবং বলেন, নাইজেরিয়ায় খ্রিস্টানরা ‘অস্তিত্বগত হুমকির’ মুখে রয়েছে, যা দেশটির নানা সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে ‘গণহত্যার’ শামিল।

কিছু মানুষ কূটনৈতিক উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন, তবে অন্যদের মতে এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশে ধর্মীয় উত্তেজনা বাড়াচ্ছে, যেখানে অতীতে সম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের