বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

Radio Today News

বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৫, ২৫ ডিসেম্বর ২০২৫

Google News
বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পারমাণবিক সাবমেরিন থেকে ‘কে-৪’ নামের একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। তামিলনাড়ুতে বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলের কাছে ওই পরীক্ষাটি চালানো হয় গত মঙ্গলবার। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ সাড়ে ৩ হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষভেদে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো নিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনম উপকূলের কাছে ৬ হাজার টন ওজনের আইএনএস আরিঘাত নামের সাবমেরিন থেকে পরীক্ষাটি চালানো হয়। তবে এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি দুই টন পারমাণবিক বোঝা বহন করতে সক্ষম। পরীক্ষা চালানোর সময় প্রযুক্তিগত সব ধরনের মানদণ্ড ও লক্ষ্য পূরণ হয়েছে কি না কিংবা কোনো ঘাটতির বিষয় পরে এক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্ণ কার্যকর স্থিতি অর্জনের জন্য একাধিক পরীক্ষা প্রয়োজন হয়।

কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো সাবমেরিন থেকে পরীক্ষা করা হয় গত নভেম্বরে। আইএনএস অরিঘাত ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের