আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

Radio Today News

আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩১, ২৫ ডিসেম্বর ২০২৫

Google News
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আই হ্যাভ এ প্লান। সেই প্লানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এদেশের মানুষ যদি আমাদের পাশে থাকে, আল্লাহর রহমত যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। 

তিনি বলেন, আমরা রাসুল (সা.) এর ন্যায়পরায়নতায় আমরা দেশ পরিচালনা করার চেষ্টা করব। এ সময় নিজের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতাসহ সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে এদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রক্ষা করেছেন।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি আমাদের তরুণরা ২৪ এর আগস্টে এদেশের স্বাধীনতাকে রক্ষা করতে কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি। ৭১ এ যারা শহীদ হয়েছেন, ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের