চীনের সার্বভৌমত্ব রক্ষায় এবং চীনের তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী যেকোনো শক্তিকে প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং।
তিনি বলেন, কিছু বিদেশি গণমাধ্যম পিএলএকে নিয়ে ভিত্তিহীন জল্পনা ছড়াচ্ছে, যা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
চাং বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়, এতে বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। চীন শান্তিপূর্ণভাবে পুনঃএকত্রীকরণ চায়, তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।
তিনি আরও বলেন, যদি তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী শক্তি উসকানি দেয় বা সীমা লঙ্ঘন করে, তাহলে পিএলএ দৃঢ়ভাবে তার জবাব দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম

