চীনে জায়ান্ট পান্ডা নিয়ে গবেষণা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫,

১১ পৌষ ১৪৩২

Radio Today News

চীনে জায়ান্ট পান্ডা নিয়ে গবেষণা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ ডিসেম্বর ২০২৫

Google News
চীনে জায়ান্ট পান্ডা নিয়ে গবেষণা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু

চীনের সিছুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা’র মিয়ানইয়াং বেস রোববার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রতিদিন প্রায় ৬ হাজার দর্শনার্থী গ্রহণের সক্ষমতা যাচাই করাই ছিল এই সফট ওপেনিংয়ের উদ্দেশ্য।

প্রায় তিন বছর আগে নির্মিত এই বেসটি ১২০ হেক্টর আয়তনের একটি ইকোলজিক্যাল পার্কে অবস্থিত। এখানে জায়ান্ট পান্ডার জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী ৫৪টি আবাসন তৈরি করা হয়েছে। বর্তমানে বিভিন্ন বয়সের মোট ২০টি জায়ান্ট পান্ডা এখানে রাখা হয়েছে, যারা নতুন পরিবেশের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সফট ওপেনিংয়ের সময় টিকিটিং ব্যবস্থা, দর্শনার্থী চলাচল, সেবামূলক সুবিধা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পরীক্ষা করা হয়। প্রতিটি পান্ডার আবাসনে নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ আরোহন কাঠামো, প্রকৃত কাঠ ও গাছপালা ব্যবহার করা হয়েছে।

এছাড়া বেসটিতে লাল পান্ডা, স্নাব-নোজড বানর, সিকা হরিণ ও তাকিনের জন্যও আবাসন রয়েছে। কর্তৃপক্ষের আশা, এই বেস পান্ডা সংরক্ষণ ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের