শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল: জামায়াত আমির

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

Radio Today News

শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৬, ২৬ ডিসেম্বর ২০২৫

Google News
শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল: জামায়াত আমির

শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত এবং নারীর জন্য নিরাপদ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ী শক্তি হিসেবে ইসলামী ছাত্রশি‌বিরকে এ ক্ষেত্রে প্রধানত দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লে‌ন বলেন আমির।

সম্মেলনে সারাদেশের সদস্যদের ভো‌টে ২০২৬ সা‌লের জন্য শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি জেনা‌রেল নির্বাচিত জেনারেল সিবগাতুল্লাহ। সাদ্দাম আগের হয়েছেন কমিটির সেক্রেটারি ছিলেন। জেনারেল ছিলেন কমিটির দপ্তর সম্পাদক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন। 

সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন ক‌রেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে করেন কিশোর মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান। এসময় উপস্থিত ছি‌লেন জুলাই ছিলেন পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধারা। আওয়ামী লীগ আম‌লে গুম হওয়া শিবিরের পরিবারের সদস্যরাও ছিলেন। সেখানে ছি‌লেন নিহত শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক।

ডা. শফিকুর রহমান ব‌লেন, আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরিফ উসমান হাদি—অনেকেই এই দেশের জন্য জীবন দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। ছাত্রদের জীবন, ভবিষ্যৎ ও মেয়েদের নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, তবে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। আর যা‌তে বিশৃঙ্খলা না হয়—এই পরিবেশ নিশ্চিত করার প্রধান দায়িত্ব এখন ছাত্রশিবিরের ওপর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের