ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল সেভেন সিস্টার্সের এক রাজ্য

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১৩ পৌষ ১৪৩২

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১৩ পৌষ ১৪৩২

Radio Today News

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল সেভেন সিস্টার্সের এক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ২৭ ডিসেম্বর ২০২৫

Google News
ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল সেভেন সিস্টার্সের এক রাজ্য

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ধেকিয়াজুলি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে এবং এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ প্রবলভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় গুয়াহাটিসহ বিভিন্ন শহরের বহুতল ভবন থেকে আতঙ্কিত মানুষ দ্রুত নিচে নেমে আসে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় ভূমিকম্পের ফলে কোথাও ভূমিধস হয়েছে কি না, তা খতিয়ে দেখতে জরুরি দল মোতায়েন করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের