চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১৩ পৌষ ১৪৩২

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১৩ পৌষ ১৪৩২

Radio Today News

চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২০, ২৭ ডিসেম্বর ২০২৫

Google News
চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল

চট্টগ্রামের তিন আসনে প্রার্থী বদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন তিনটি হলো চট্টগ্রাম ৪, ১০ ও ১১ নম্বর আসন। দলের পক্ষ থেকে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিকেলে প্রার্থী বদলের বিষয়টি জানানো হয়।

এর আগে, চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে তাকে ১০ নম্বর আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে অর্থাৎ বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী করা হয়।

চট্টগ্রাম-১০ আসনে প্রথমবারের মতো বিএনপির মনোনোয়ন পেয়েছেন সাঈদ আল নোমান। তিনি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র।

এছাড়া এর আগে, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল কাজী সালা উদ্দিনকে। তাকে বদল করে এ আসনটিতে মনোনয়ন দেয়া হয়েছে আসলাম চৌধুরীকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের