কুসুম গরম পানি কেন পান করবেন?

সোমবার,

২৯ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

সোমবার,

২৯ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

Radio Today News

কুসুম গরম পানি কেন পান করবেন?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫

Google News
কুসুম গরম পানি কেন পান করবেন?

শীতকালে ভাইরাস সংক্রমণের কারণে ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে। এ ধরনের সমস্যায় শীতের সকালে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে স্বস্তি মিলবে। অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। কুসুম গরম পানি পান করলে শীতেও অনেকটা ভালো থাকতে পারবেন। 

কুসুম গরম পানি পানের বিভিন্ন উপকারিতা

•    শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন কুসুম গরম পানি দিয়ে। 
•    শীতকালে অনেকের হজমশক্তি কমে যায়। কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম গরম পানি।
•    শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার এবং রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম গরম পানি। 
•    যারা ওজন কমাতে চান তারা কুসুম গরম পানি পান করতে পারেন। এতে  মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে। 
•    শীতে দাঁতের সমস্যা ও ব্যথা বাড়ে। কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে।
•    শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম গরম পানি পানে উপকার পাবেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের