আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

Radio Today News

আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৫

Google News
আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে আগত এসব বিশিষ্ট বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরুর আগে সফররত বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেল।

সাক্ষাৎকালে উপদেষ্টারা শোকাতুর বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিদেশি প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশের এই কঠিন সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। শোকের এই মুহূর্তে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করায় অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের