অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

Radio Today News

অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ২৯ ডিসেম্বর ২০২৫

Google News
অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৮ দফা বৃদ্ধির পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে কমলো ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায় বিক্রি হবে। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে এ দর কার্যকর হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার ঘোষণা দেয় বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের