ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

Radio Today News

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৫

Google News
ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়া ঘন কুয়াশার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালের ফ্লাইট চলাচলে কিছুটা ছন্দপতন ঘটেছে। দৃষ্টিসীমা কমে আসায় বেশ কিছু দেশি-বিদেশি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। তবে স্বস্তির খবর হলো, দৃশ্যমানতা একেবারেই শূন্যের কোঠায় না নামায় আজ কোনো ফ্লাইট অন্য কোনো বিমানবন্দরে ডাইভার্ট (পথ পরিবর্তন) করতে হয়নি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করায় বর্তমানে ফ্লাইট অপারেশন স্বাভাবিক হতে শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া এখন স্থিতিশীল রয়েছে এবং বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের