প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

Radio Today News

বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি

প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৯, ২৮ ডিসেম্বর ২০২৫

Google News
প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল

প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো। বিশেষ করে উত্তরের রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, পঞ্চগড় ও নীলফামারীতে প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছেন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গতকাল শনিবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গল ও বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। আগামী বুধবার পর্যন্ত সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে গতকাল সকালে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের