কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সিয়াম (২০) ও মো. রশিদ (২০) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোডের বাঁধপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণিতে এবং রশিদ মিরপুরের চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিল। এদের মধ্যে সিয়াম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ও রশিদ পৌরসভার কুড়িপোল এলাকার কুদ্দুস হোসেনের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিয়াম ও রশিদ মোটরসাইকেলযোগে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোড হয়ে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ওই রোডের বাঁধপাড়া এলাকায় রাস্তার বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সিয়াম নিহত হয়।এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রশিদকে দ্রুত হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

