হাদি হত্যা: বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ, রাতভর থাকার ঘোষণা

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১২ পৌষ ১৪৩২

Radio Today News

হাদি হত্যা: বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ, রাতভর থাকার ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ২৬ ডিসেম্বর ২০২৫

Google News
হাদি হত্যা: বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ, রাতভর থাকার ঘোষণা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন তার সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্যরা। রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘ইনকিলাব মঞ্চ রাতভর শহীদ হাদি চত্বর, শাহবাগে অবস্থান করবে। আপনিও চলে আসুন।’

এদিন জুমার নামাজের পর সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। হাদির ফেসবুক পেজে করা পোস্টে তারা রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

পরিস্থিতি খারাপ করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।

সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের